করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত লতা মঙ্গেশকর

করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত লতা মঙ্গেশকর
বিনোদন ডেস্ক : করোনার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।মঙ্গলবার (১১ জানুয়ারি) লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, বর্ষীয়ান এই সংগীতশিল্পীর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। এরপরেই আইসিইউতে রাখা হয়েছে তাকে।  পরে জানা যায়, করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত সুরসম্রাজ্ঞীর। কিংবদন্তি লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য ককটেল থেরাপির কথা ভাবছেন চিকিৎসকরা।  লতা মঙ্গেশকরের শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও এ বিষয়ে খোঁজ নিয়েছেন বলে কয়েকটি ভারতীয় সংবাদসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।  এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তার শরীরে। করোনাকালের পুরো সময়টা যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন লতা মঙ্গেশকর। বাড়ির বাইরেও খুব বেশি বের হননি তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন