সাভার (ঢাকা): হঠাৎ করেই সাভারের আবহাওয়ায় পরিবর্তন। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই হঠাৎ বৃষ্টি ও হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে শিল্পাঞ্চলের মানুষ।এই বৃষ্টি ভেজা শীতের রাতে জড়োসড়ো হয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছেন পোশাক শ্রমিকরা।মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হালকা হিম বাতাসের সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করে। ধীরে ধীরে বৃষ্টি ও বাতাসের জোর বাড়তে থাকে। প্রায় ২৫ মিনিট শেষে বন্ধ হয় বৃষ্টি। এর পরে বাড়তে শুরু করে শীতের তীব্রতা।
রাতের এই বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। রাস্তার পাশে ফুটপাতের বাজারসহ দোকানগুলো বন্ধ করে দোকানিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সড়কে চলাচলরত যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।