হবিগঞ্জ: হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিত্যক্ত ফোমে ফেলে যাওয়া জলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ।এতে আতঙ্কে রাস্তায় নেমে আসেন হাসপাতালটির সকল রোগী।সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় আগুনের হাসপাতালের তৃতীয় তলার ছাদে আগুনের সূত্রপাত হয়। ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে দমকলবাহিনী। এতে সাতটি ফোম ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৭টায় আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করি। এ সময় আতঙ্কে রোগীরা হাসপাতাল ছেড়ে রাস্তায় নেমে পড়েন। এতে সাতটি পরিত্যক্ত ফোম ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে কেউ জলন্ত সিগারেট ফোমের উপরে ফেলে দেয়ায় পর সেটি থেকে আগুন লেগেছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, তৃতীয় তলার ছাদে পরিত্যক্ত ফোমগুলো রাখা ছিল। সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে। এতে তাদের পরিত্যক্ত সাতটি ফোম পুড়ে যায়। ঘটনাস্থলের পাশেই শিশুদের স্পেশাল কেয়ার ইউনিট (স্ক্যানু)। আগুন নিয়ন্ত্রণের পরপরই রোগীরা পুনরায় ওয়ার্ডে ফিরে এসেছেন বলে তিনি জানান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।