‘ভালো ছাত্র হওয়ার চেয়ে  ভালো মানুষ হওয়া জরুরি’

‘ভালো ছাত্র হওয়ার চেয়ে  ভালো মানুষ হওয়া জরুরি’

মোস্তাকিম ফারুকী: ভালো ছাত্র হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হতে না পারলে সব অর্জন বৃথা। নতুন প্রজন্মরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।
গতকাল বুধবার লন্ডন স্কুল অব ইংলিশ এর বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২১ এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আখতারুজ্জামান আরও বলেন,  সংস্কৃতিমনা, সৃজনশীলতা, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। সুশিক্ষা ও মানবিকতার অভাবে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। তরুণ প্রজন্ম মাদকসহ অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে। সামাজিক অবক্ষয় রোধে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহব্বান জানান


কেরানীগঞ্জের সর্ববৃহৎ এই চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নাসির হোসেন, এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ এডিটর মুন্নি সাহা ।  মুন্নি সাহা বলেন, শৈশব হোক আনন্দময়, শিক্ষা হোক সবার। অনেক শিশু-কিশোর আছে যারা এ সমাজ ব্যবস্থার বৈষম্যের শিকার হয়ে আজ স্কুলে যেতে পারছে না, যাদেরকে এ অল্প বয়সেই রুটি-রুজির জন্য কঠিন কাজ করতে হচ্ছে। তোমরা তাদের কথা ভুলে গেলে চলবে না।

সকল শিশুর জন্য শিক্ষার সমান অধিকার আদায়ে তোমাদের লড়াই করতে হবে। সামাজিক কার্যক্রমে মনোনিবেশ করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শাহ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাট মিয়া প্রমুখ।


উল্লেখ্য, লন্ডন স্কুল অব ইংলিশ এর বার্ষিক চিত্রাঙ্কন   প্রতিযোগিতায় সমগ্র ঢাকা থেকে ১৩৯ টি স্কুল অংশগ্রহণ করে। গতকাল বুধবার সকালে   জাতীয় যাদুঘর মিলনায়তনে বিজয়ীদেরকে পুরস্কার এবং প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন স্কুল অব ইংলিশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইয়ানুস মিয়া।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি