লঞ্চে আগুন: মেয়ের বিয়েতে বাড়ি আসার পথে সন্তানসহ নিখোঁজ দম্পতি

লঞ্চে আগুন: মেয়ের বিয়েতে বাড়ি আসার পথে সন্তানসহ নিখোঁজ দম্পতি
বরিশাল: বড় মেয়ে হাফসার বিয়ের কথাবার্তা চলছে। তাই ঢাকা থেকে স্ত্রী পাখি ও সন্তান নাছিরুল্লাহকে নিয়ে বরগুনায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন হাকিম শরীফ।তবে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাননি স্বজনরা।হাকিম ও পাখির পরিবারের স্বজনরা ঝালকাঠিতে এসেছেন তাদের খোঁজ নিতে। তাদের সন্ধান এখনো মেলেনি। এসব কথা জানিয়েছেন নিখোঁজদের স্বজন ও বরগুনা সদরের বাসিন্দা আব্দুল মোতালেব শরীফ। তিনি   বলেন, হাকিমের চার সন্তানের মধ্যে বড় মেয়ে হাফসা বরগুনাতেই থাকেন, তার বিয়ের কথাবার্তা চলছে। শনিবার (২৫ ডিসেম্বর) প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।তিনি বলেন, হাকিম ঢাকায় চাকরি করার সুবাধে সেখানেই থাকতেন। তার স্ত্রী পাখি ও ছোট সন্তান নাছিরুল্লাহকে নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাট থেকে এমভি অভিযান-১০ লঞ্চে ওঠেন। আর ভোররাতের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তাদের কোনো সন্ধান মেলেনি। দগ্ধ লঞ্চ থেকে শুরু করে, হাসপাতাল, থানাসহ সব জায়গাতে খোঁজ নিয়েছি কিন্তু রাত পার হয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি।হাকিমের চাচাতো ভাই আব্দুল ছত্তার বলেন, অনেক আশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন হাকিম। এখন স্বজনদের চোঁখের জলে সবকিছু ভেস্তে যাচ্ছে। ওরা সবাই বেঁচে আছেন, না মারা গেছেন, কেউ কিছু বলতে পারছি না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি