বক্তব্য ভাইরাল, পুলিশ কর্মকর্তাকে সিলেটে বদলি

বক্তব্য ভাইরাল, পুলিশ কর্মকর্তাকে সিলেটে বদলি
নিউজ ডেস্ক :  ইউনিয়ন পরিষদ ভোট ইস্যুতে এক পুলিশ কর্মকর্তার বক্তব্য ভার্চ্যুয়াল জগতে ভাইরাল হয়েছে। এ কারণে ওই কর্মকর্তাকে সিলেট বদলি করা হয়েছে।রোববার কু‌মিল্লার দাউদকান্দি-চা‌ন্দিনা সার্কেলের সি‌নিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানাকে এক প্রজ্ঞাপনে সপ্তম এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার হিসেবে বদ‌লি করা হয়।জানা গেছে, তার বক্তব্যের কারণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ভার্চ্যুয়াল জগতে। পক্ষে-বিপক্ষে শুরু হয় মন্তব্য। তাই জুয়েল রানাকে সিলেটে বদলি করা হলো।ভাইরাল সে বক্তব্যে তিনি বলেছিলেন, নৌকার প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন- বিষয়টা এমন না। আমি যেখানে নির্বাচন করেছি নৌকা ২৫১ ভোট পাইছে। চেয়ারম্যান হইছে ৩ হাজার ভোটে, সেকেন্ড হইছে ২৮ শ ভোটে, থার্ড হইছে ২৭ শ ৫০ ভোটে, নৌকা পাইছে ২৫১ ভোট।ওই সভায় তিনি আরও বলেন, আরেক ইউনিয়নে আমি নির্বাচন করছি, নৌকা পাইছে ৭৯০ ভোট। চেয়ারম্যান হইছে ৪ হাজার ভোটে। সে রানিং চেয়ারম্যান ছিল নৌকার। আবার নৌকা পাইছে, ভোট পাইছে ৭৯০। জামানত বাজেয়াপ্ত।প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশে এ প্রথম অভিন্ন মানদণ্ডে পুরস্কার দেওয়া শুরু হয়েছে। সেই মানদণ্ডে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ৫০ জন সার্কেল অফিসারের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন