বিধ্বস্ত সেই হেলিকপ্টারে ছিলেন যারা 

বিধ্বস্ত সেই হেলিকপ্টারে ছিলেন যারা 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহন করা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।  বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই হেলিকপ্টারে মোট আরোহী ছিলেন ১৪ জন।  হিন্দুস্তান টাইমস মোট ৯ জনের নাম প্রকাশ করেছে। তারা হলেন জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।  ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রতিরক্ষা প্রধানসহ অন্য সেনা কর্মকর্তারা হেলিকপ্টারযোগে সেখানে যাচ্ছিলেন। পথে খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি