বিমান ঠেলে নিয়ে যাচ্ছেন যাত্রীরা, ভিডিও ভাইরাল 

বিমান ঠেলে নিয়ে যাচ্ছেন যাত্রীরা, ভিডিও ভাইরাল 
আন্তর্জাতিক ডেস্ক : সড়কে হাল্কা যানবাহন ঠেলে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই চোখে পড়ে। কিন্তু বিমান ঠেলে নেওয়ার ঘটনা দেখেছেন কখনও? বুধবার (১ ডিসেম্বর) নেপালের বাজিরা বিমানবন্দরে দেখা যায় এমন ঘটনা।নেপাল নিউজ ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাজিরা বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকা বিমান ঠেলে নিয়ে যান যাত্রীরা। এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।  প্রতিবেদনে বলা হয়, রানওয়েতে অবতরণের পর চাকা ফেটে যায় বিমানটির। তবে এতে আরোহীদের কোনো ক্ষতি হয়নি। চাকা ফেটে যাওয়ায় কোনোভাবেই সরানো যাচ্ছিল না বিমানটি। সেটি রানওয়েতে আটকে থাকায় অন্য বিমান অবতরণেও অসুবিধা হচ্ছিল। তাই যাত্রীরা সবাই নেমে বিমানটিকে ঠেলে নির্দিষ্ট স্থানে নিয়ে যান।  ইয়োতি এয়ারলাইন্সের মুখপাত্র সুরেন্দ্র বরতৌল বলেন, এয়ার ৯এন-এভিই বিমানটি হুমলার সিমকোট থেকে বাজুরা বিমানবন্দরে অবতরণ করেছিল। তখনই এই বিমানের টায়ার ফেটে যায়। অন্য একটি বিমান তখন রানওয়েতে নামার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু এ ঘটনায় ওই বিমানটিও অবতরণ করতে পারেনি।তিনি আরও বলেন, ওই বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর তার চাকা সারানো হয়। তারপর অন্য বিমানটিও নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বেশ কিছুক্ষণ বিমান ওঠানামা বন্ধ ছিল ওই বিমানবন্দরে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন