ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ

ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। ঝুঁকি এড়াতে বিভিন্ন দেশে আন্তর্জাতিক যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।আমাদের স্বাস্থ্য অধিদপ্তরও ১৫ দফা পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেছে।আমাদের প্রতিবেশী দেশ ভারত ঝুঁকিপূর্ণ ১২টি দেশের একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকায় বাংলাদেশও আছে।এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাকি দেশগুলো হলো- যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েলসহ ইউরোপের দেশগুলো।নতুন নির্দেশনা অনুযায়ী, ভারতে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। কারও করোনা পজিটিভ হলে তাকে কোয়ারেন্টিনে যেতে হবে।ওমিক্রন সংক্রমণের ‘হটস্পট’ (কেন্দ্র) দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও হংকং থেকে ভারতে আসা যাত্রীদের করোনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেগেটিভ ফল না এলে তাদের বিমানবন্দর ত্যাগ করতে দেওয়া হবে না।বাকি নয়টি দেশের যাত্রীরা নমুনা দিয়েই বিমানবন্দর ত্যাগ করতে পারবেন। পরে তাদের ফল জানিয়ে দেওয়া হবে। ফল পজেটিভ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বিদ্যুৎ ভবনে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা

বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের অভিষেক নিয়ে গুঞ্জন