হেফাজতের মহাসচিব লাইফ সাপোর্টে

হেফাজতের মহাসচিব লাইফ সাপোর্টে
 নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে  জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী।রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ল্যাব এইড হাসপাতাল থেকে তিনি বলেন, গতকাল রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। এজন্য তাকে প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।তিনি আরও জানান, জাতীয় প্রেসক্লাবে হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন নিয়ে কয়েকদিন ধরেই ব্যস্ত ছিলেন আল্লামা নুরুল ইসলাম। রাতেও ঠিকমত ঘুমাননি। অনুষ্ঠান শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।
তার সুস্থতার জন্য হেফাজতে ইসলাম ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মহিউদ্দিন রব্বানী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন