দুদকে তলব: হাওলাদারের রিটের আদেশ সোমবার

দুদকে তলব: হাওলাদারের রিটের আদেশ সোমবার
নিজস্ব প্রতিবেদক  : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতার রিটের ওপর শুনানি সম্পন্ন হয়েছে।রোববার (২১ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য সোমবার (২২ নভেম্বর) দিন রেখেছেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।১০ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিন হাওলাদারকে তলব করেছিল দুদক। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছেন।  এর আগে ২০১৯ সালে তাকে নোটিশ দিয়েছিল দুদক। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছিলেন। একই সালের ০৩ এপ্রিল সেই নোটিশের কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন