গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি : নগরের বায়েজিদ বোস্তামী থানার মহানগর পাহাড় এলাকায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার যুবক মো. আল আমিন (২২),  কুমিল্লা জেলার মুরাদনগর থানার খুশগোর গ্রামের মৃত হানিফের ছেলে।বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনীতে বসবাস করে সে।ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একটি গার্মেন্টসে চাকুরি করেন। শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বান্ধবীর বাসা থেকে পায়ে হেঁটে নিজের বাসায় যাচ্ছিলেন।  মহানগর পাহাড় সংলগ্ন নেজাম মামার খানকা শরীফের একটু সামনে একটি ফাঁকা স্থানে পৌঁছলে আল আমিন ভুক্তভোগী সঙ্গে কথা বলার চেষ্টা করে। ভুক্তভোগী নারী কথা না বলে চলে যাওয়ার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে আল আমিন। পরে ওই নারী তার বোনের বাসায় এসে ঘটনার কথা জানায়। তার বোন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। ৯৯৯ এর ফোনের ভিত্তিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরে মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যাওয়া হয়।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান  বাংলানিউজ, গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন বড় বোন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি