বিনোদন ডেস্ক : কোনো মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হলে তাকে চড় মেরে বসেন নিলয়! তবে বাস্তবে নয়, ‘ফলো হার’ নাটকে এই অভিনেতাকে এমন চরিত্রে দেখা যাবে। রাহুল রাজুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অসীম রায়।এতে নিলয় আলমগীর ছাড়া আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, পিন্টু আকন্জী, আনোয়ার হোসেন, আফরোজা শশী, আজিজুর রহমান আজাদসহ অনেকে। নাটকটির গল্পে দেখা যাবে, বাড়িওয়ালার একমাত্র আদরের ছেলে রোহান। পড়ালেখা শেষ করেছেন মাত্রই। চাকরি নয়, ভবিষ্যতে বাবার ব্যবসা দেখাশোনা করবেন, এমনই তার ইচ্ছা। সারাদিন বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো, আর মেয়ে দেখলেই তাকে প্রেমের প্রস্তাব দেওয়া তার প্রতিদিনের কাজ। তবে যে মেয়ে তার প্রথম দেওয়া প্রেমের প্রস্তাবে রাজি হয়, তাকেই চড় দেন ও অপমান করেন রোহান। একদিন সিজা নামের এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে নিজেই উল্টো চড় খান তিনি! এতেই সিজার প্রেমে পড়ে যান রোহান। এরপর ঘটতে থাকে মজার মজার নানা ঘটনা। এ প্রসঙ্গে পরিচালক অসীম রায় বলেন, নাটকটি রোমান্টিক ঘরনার হলেও এতে কমেডির কিছুটা স্বাদও পাবেন দর্শক। নাটকটিতে শিল্পীদের অভিনয় এবং নির্মাণ আশানুরূপ হয়েছে বলে আমি বিশ্বাস করি। দর্শকরা নাটকটি দেখে মজা পাবেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।