নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯-এ ফোনে যুবক আটক

নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯-এ ফোনে যুবক আটক
নিউজ ডেস্ক : নারী শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে কক্সবাজার জেলার চকরিয়ায় রুহুল আমিন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।  জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়।জানা গেছে, আটক রুহুল চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চকরিয়ায় একটি জুতার শোরুম থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান- তিনি ও তার স্ত্রী জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে গেলে সেখানকার এক কর্মচারী কৌশলে ওয়াশ রুমের ভেতরে একটি মোবাইল ফোনে ভিডিও অন করে রেখে আসেন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটকে রাখেন।আনোয়ার সাত্তার আরও জানান, পরে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন