চট্টগ্রাম প্রতিনিধি : নগরের বন্দর থানার দুমপাড়া লিংক রোড এলাকায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাহমুদা আক্তার (২৭) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া (৫)।এ ঘটনায় আহত তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।সূত্র জানায়, নিহতরা সাবেক ছাত্রনেতা নুরুননবী পারভেজের স্ত্রী ও মেয়ে। তারা পতেঙ্গা সৈকতে বেড়াতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকামুল বলেন, পণ্যবাহী গাড়ির ধাক্কায় মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।