চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৩
চট্টগ্রাম প্রতিনিধি : নগরের বন্দর থানার দুমপাড়া লিংক রোড এলাকায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছেন।  বুধবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাহমুদা আক্তার (২৭) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া (৫)।এ ঘটনায় আহত তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।সূত্র জানায়, নিহতরা  সাবেক ছাত্রনেতা নুরুননবী পারভেজের স্ত্রী ও মেয়ে। তারা পতেঙ্গা সৈকতে বেড়াতে যাচ্ছিলেন।  ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকামুল বলেন, পণ্যবাহী গাড়ির ধাক্কায় মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি