ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়েছে যাত্রীবাহী একটি ছোট বিমান। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে পাইলট ছাড়া মাত্র এক জন যাত্রী ছিলেন। বিমান ভেঙে পড়ার আগেই তারা দুজন সমুদ্রে ঝাঁপ দেন। সাঁতার কেটেই প্রাণ বাঁচাতে হয় তাদের।জানা গেছে, তীব্র গরম থেকে রেহাই পেতে পার্থের সমুদ্র সৈকতে মেতে ছিলেন স্থানীয়রা। সে সময় তাদের চোখে বিমান ভেঙে পড়ার ওই দৃশ্য ধরা পড়ে।পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। আর সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতার কেটে পাড়ে পৌঁছাতে পেরেছেন বিমানের পাইলট ও যাত্রী।এর আগে ২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একইভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি বিমান।তখনও সৌভাগ্যক্রমে ৪৭ জন যাত্রী প্রাণে বেঁচে যান।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি