আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়েছে যাত্রীবাহী একটি ছোট বিমান। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে পাইলট ছাড়া মাত্র এক জন যাত্রী ছিলেন। বিমান ভেঙে পড়ার আগেই তারা দুজন সমুদ্রে ঝাঁপ দেন। সাঁতার কেটেই প্রাণ বাঁচাতে হয় তাদের।জানা গেছে, তীব্র গরম থেকে রেহাই পেতে পার্থের সমুদ্র সৈকতে মেতে ছিলেন স্থানীয়রা। সে সময় তাদের চোখে বিমান ভেঙে পড়ার ওই দৃশ্য ধরা পড়ে।পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। আর সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতার কেটে পাড়ে পৌঁছাতে পেরেছেন বিমানের পাইলট ও যাত্রী।এর আগে ২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একইভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি বিমান।তখনও সৌভাগ্যক্রমে ৪৭ জন যাত্রী প্রাণে বেঁচে যান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।