রায়পুরায় ব্যাপক সংঘর্ষ, গুলিতে নিহত ১

রায়পুরায় ব্যাপক সংঘর্ষ, গুলিতে নিহত ১
নরসিংদী প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে প্রতিপক্ষের গুলিতে সালাউদ্দিন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সহিংসতায় হতাহত হলেও বাঁশগাড়ীতে ভোটগ্রহণ চলছে।  নিহত সালাউদ্দিন মিয়া বাঁশগাড়ি এলাকার বাসিন্দা।  তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, এবার বাঁশগাড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল হক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জাকির হোসেন (মোবাইল ফোন প্রতীক)। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, ওই সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। সারারাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাউদ্দিন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  বাশঁগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, নির্বাচনী সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আর ভোটগ্রহণ চলছে।নরসিংদীর ১২টি ইউনিয়নে সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন