হিমালয়ে ৩ পর্বতারোহীর মরদেহ

হিমালয়ে ৩ পর্বতারোহীর মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক : পর্বতারোহী দলটি মাউন্ট এভারেস্টের কাছাকাছি ৬ হাজার মিটারের (১৯ হাজার ৭০০ ফুট) শৃঙ্গ মিংবো আইগারে আরোহন করার প্রস্তুতি নিচ্ছিল। এটি চীনে মাউন্ট চোমোলুঙ্গামা নামে পরিচিত। গত ২৬ অক্টোবর তাদের ক্যাম্প থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে শেষবার কথা শোনা যায়।খারাপ আবহাওয়া তাদের খুঁজে বের করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছিল। গত সপ্তাহে তাদের শনাক্ত করার চেষ্টা করা দলের একজন সদস্য জানান, তারা একটি পাঁচতলা ভবনের সমান উঁচু তুষারের স্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।পুলিশ পরিদর্শক ঋষি রাজ ধাকাল জানান, তল্লাশি এলাকায় তিনটি মরদেহ পাওয়া গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ আনতে পেশাদার উদ্ধারকারী দলের সঙ্গে পাঠানো হয়েছে একটি হেলিকপ্টার।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জামায়াত-এনসিপি সমঝোতা দুই সাবেক উপদেষ্টায় আটকা

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা