আন্তর্জাতিক ডেস্ক : অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ৫ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।সোমবার (৮ নভেম্বর) কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপ-মন্ত্রী ঝোও ঝুয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় ৫ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৫৯০ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। ঝোও ঝুয়েন বলেন, অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২ লাখ ৩ হাজার বাড়িঘর ধসে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার সম্পদ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।