আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন

আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন
বিনোদন ডেস্ক : এক সময়ের ব্যস্ত উপস্থাপিকা ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন বর্তমানে কানাডা প্রবাসী। সেখানেই স্বামী-সন্তান নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন তিনি।সম্প্রতি দীর্ঘ আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন। এসেই জানালেন ২০২০ সালের প্রথমবার মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ঈমান হোসেন।  মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসব তথ্য জানিয়েছেন মুনমুন। একই সঙ্গে নিজের জীবনের অনেক অজানা গল্পও অনুষ্ঠানটিতে বলেছেন তিনি।  মুনমুন জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন তিনি। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেন। ডিসেম্বর পর্যন্ত দেশেই থাকার পরিকল্পনা তার। এর মাঝে মনের মত কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে তা লুফে নিতে চান।  এই অভিনেত্রী কানাডায় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে মাস্টার্স করেছেন। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। একই সঙ্গে কয়েক বছর পর একেবারে দেশেই ফিরে আসবেন বলেও জানিয়েছেন মুনমুন।মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরী করছিলেন মুনমুন। এবার কানাডায় ফিরে পুনরায় চাকরীতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার।  রুম্মান রশীদ খান ও লাবণ্যের উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর মুনমুনের পর্বটি প্রচার হবে ১৫ নভেম্বর সকাল ৭টায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি