খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম বাচ্চু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (৬ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রোববার (৭ নভেম্বর) ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, তার বাড়ি জামালপুর জেলায়। রাতে একটি ট্রেনে করে  ঢাকায় আসেন তিনি। খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনটির গতি কমিয়ে দিলে ওই অবস্থাতেই তিনি ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  তিনি আরও জানান, ওই ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট বিভাগে ডেপুটি কন্ট্রোলার হিসেবে চাকরি করতেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত