নিজস্ব প্রতিবেদক : পুলিশের করা ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার আসামিকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি।বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১টা ৫৫মিনিটের দিকে তাদের হাজির করা হয়।সেখানে তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। কুমিল্লা ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ বলেন, আমরা এ রিমান্ডে সন্তুষ্ট নই। তাই রিভিউ করেছি। রিমান্ড আরও বাড়বে। তাছাড়া তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। অন্য আসামিরা হলেন ইকরাম, হুমায়ুন ও ফয়সাল।গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে কোরআন শরিফ পাওয়ার ঘটনায় দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে।