ইয়েমেনে বিস্ফোরণে নিহত ১২

ইয়েমেনে বিস্ফোরণে নিহত ১২
People look at a burning fuel truck after it was set ablaze during clashes between Houthis and fighters of the Popular Resistance Committees in Taiz, Yemen May 25, 2015. REUTERS/Stringer
আন্তর্জাতিক ডেস্ক  : ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।শনিবার (৩০ অক্টোবর) সংঘটিত এই ঘটনাটি পরিকল্পিত হামলা কি না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশমুখের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়।বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। বিস্ফোরণের কারণে ভেঙে যায় আশপাশের বাড়ি-ঘরের জানালা। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই ট্রাকটি পেট্রলজাত পণ্য পরিবহন করছিল।নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেক মানুষ। বিস্ফোরণের কারণ এবং সময় এখনও জানা যায়নি।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কেন্দ্র এডেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না