নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে একটি ভবন থেকে পড়ে মনিরুল ইসলাম (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী তহুরুল ইসলাম জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের আড়ৎ শো-রুমের ১২তলা ভবনে রিপিয়ারিংয়ের কাজ করছিলেন। ৬তলা ভবনটিতে মাচান বেঁধে দেওয়াল প্লাস্টারের সময় সেখান থেকে নিচে পড়ে যায় মনিরুল। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় জানা যায়নি। মিরপুর ১২ নম্বর সেকশনেই থাকতেন তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।