যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী আর নেই 

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী আর নেই 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) পাওয়েলের পরিবারের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রের ৬৫তম এই পররাষ্ট্রমন্ত্রীর বয়স হয়েছিল ৮৪ বছর।জাতিসংঘে ভাষণ দিয়ে ইরাক যুদ্ধের পথ তৈরির অন্যতম কারিগর বলা হয় কলিন পাওয়েলকে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি।  কলিন পাওয়েল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূমিকায় ছিলেন বিশ শতকের শেষ এবং একুশ শতকের প্রথম দিকে। ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন