নিউজ ডেস্ক : জ্বর এবং বুকে ব্যথা নিয়ে বুধবার (১৩ অক্টোবর) দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (এইমস) হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।গত সোমবার (১১ অক্টোবর) থেকেই ৮৮ বছরের বর্ষীয়ান ওই নেতার জ্বর ছিল। এদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।জানা যায়, এই কংগ্রেস নেতা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আপাতত ফ্লুয়িড দেওয়া হয়েছে তাকে। চলতি বছর ১৯ এপ্রিলে করোনা শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরে করোনাকে হারিয়ে দিল্লির এইমস থেকে ছাড়া পান তিনি।এর আগে, ২০২০ সালের মে মাসে বুকে ব্যথা নিয়ে একবার এইমসে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৯ সালে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। তবে, কংগ্রেসের দাবি রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্যই এবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে মনমোহনকে।
২০০৪-১৪ টানা ১০ বছর দুইবার ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন মনমোহন সিং।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।