দেশে ৩ মাসের পেঁয়াজ মজুদ আছে 

দেশে ৩ মাসের পেঁয়াজ মজুদ আছে 
একমাস কি পেঁয়াজের দাম বাড়তে থাকবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, একমাস বেশি থাকবে সেটা বলা হয়নি। আগামী এক মাস নতুন পেঁয়াজ আসবে না। যেটা মজুদ আছে সেটা দিয়ে চলতে হবে। পাশাপাশি আমদানি করতে হবে। ৮০ শতাংশ পেঁয়াজ দেশে উৎপাদন হয়, মজুদ যথেষ্ট আছে সে হিসাবে যেন দাম না বাড়ে। এ বিষয়ে পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে। একই সঙ্গে আমাদের গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের যারা আছেন তারা ব্যবস্থা নেবেন।  পণ্যের দাম বেধে দেওয়ার পরও কেন মানা হচ্ছে না? এ বিষয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোজ্যতেল ও চিনির দাম বেধে দেওয়া হয়েছে। ভোজ্যতেলের দাম মানা হচ্ছে। কিন্তু চিনির দাম আমরা কমিয়ে দিয়েছি এজন্য বাজারে প্রতিফলত হতে একটু সময় লেগেছে। এ বিষয়ে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। যদি বিক্রি বন্ধ করে দেওয়া হয় সেটা অন্য সমস্যা।  পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়ে সচিব বলেন, আমরা আশা করছি এ বছর তিন মাসের জন্য শুল্ক প্রত্যাহার করা হতে পারে। পেঁয়াজে পাঁচ শতাংশ শুল্ক আছে, ডালের কোন শুল্ক নেই। যে কেউ আমদানি করতে পারে। চিনির এইচডি ও অগ্রিম ট্যাক্স আছে ও তেলের ওপর অগ্রিম ট্যাক্স প্রত্যাহারের জন্য আমরা আগেই চিঠি লিখেছি এনবিআরকে। আমরা আশা করছি দু’একদিনের মধ্যে ফলাফল পাবো। পেঁয়াজের জন্য চার মাস সুবিধা চেয়েছি। অন্য দুইটি পণ্যের ক্ষেত্রে আমরা কোনো সময় উল্লেখ করিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন