স্বাস্থ্যপরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যপরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক  : স্বাস্থ্যপরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।শনিবার (০৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও রয়েছেন।যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা।বার্লিনের চ্যারিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগে স্পিকার থাকা অবস্থায় তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতেন। রাষ্ট্রপতির হওয়ার পর কয়েকবার লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত