৮৫০ টন সার নিয়ে জাহাজ ডুবি

৮৫০ টন সার নিয়ে জাহাজ ডুবি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর চ্যানেলের পশুর নদীতে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই এমভি দেশবন্ধু নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।  শুক্রবার (৮ অক্টোবর) দুপুরের দিকে নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি স্থানে ডুবো চরে আটকে তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা  বলেন, সকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার (ড্যাপ সার) বোঝাই করে কার্গো জাহাজ এমভি দেশবন্ধু। পরে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাওয়ার পথে দুপুরের দিকে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে আটকে এবং তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজটি। তবে জাহাজের নাবিক ও শ্রমিকরা সাঁতরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছেন।  মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন  বলেন, যতদূর জেনেছি কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানে লোকজন পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে কার্গো জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন