স্পোর্টস ডেস্ক : নতুন করে ফের চোটে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) কোয়ালিফায়ার ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে।ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পোখারা রাইনোসের বিপক্ষে কিছুক্ষণ আগেই মাঠে নেমেছে তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। টসে হেরে ফিল্ডিং করছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভাইরাহাওয়া। প্রতিবেদন লেখার সময় পোখারা রাইনোসের সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ২৯ রান।এর আগের ম্যাচে ইপিএলের এলিমিনেটরে তামিমরা মাঠে নেমেছিলেন কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে। সে ম্যাচে জয়লাভ করলেও আঙুলে চোট পান তামিম। চোটের পর আঙুল ফুলে গেছে। তাই ঝুঁকি না নিয়ে দেশে ফিরে এসেছেন দেশসেরা এই ওপেনার।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।