বন্ধ হয়ে গেল ভারতে ইলিশ রপ্তানি

বন্ধ হয়ে গেল ভারতে ইলিশ রপ্তানি
নিউজ ডেস্ক : যশোর বেনাপোল বন্ধ হয়ে গেল ভারতে ইলিশ রপ্তানি। রোববার (৩ অক্টোবর) পর্যন্ত সরকার অনুমোদিত চার ভাগের একভাগ ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।চলতি ইলিশের মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা না পড়ায় এ বছর রপ্তানি কম হয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকরা।ভারতের পশ্চিমবাংলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ১১৫ জন আমদানীকারক প্রতিষ্ঠান ৪ হাজার ৬শ মেট্রিট টন ইলিশ রপ্তানির অনুমতি পায়। বাজারে মাছ সংকট এবং দাম বেশি হওয়ায় ৫১টি প্রতিষ্ঠান গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ১০৮ মেট্রিট টন ইলিশ ভারতে রপ্তানি করতে সক্ষম হয়। অনুমোদনপ্রাপ্ত বেশির ভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান এ বছর বরাদ্দের ৪০ লাখ কেজির অনুমোদন নিয়েও এক কেজি ইলিশও রপ্তানি করতে পারেনি।  বেনাপোলের রপ্তানিকারক বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মোতালেব বিশ্বাস বলেন, এ বছর চাহিদার তুলনায় অনেক কম পরিমাণ ইলিশ ধরা পড়েছে। এছাড়া দেশের বাজারের তুলনায় ভারতে রপ্তানিমূল্য কম হওয়ায় উচ্চমূল্যে বাজার থেকে ইলিশ কিনে তা রপ্তানি করা সম্ভব হয়নি।চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় গত ২২ সেপ্টেম্বর। প্রথমদিনে রপ্তানি হয় প্রায় ৮০ মেট্রিট টন।  বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ৪ হাজার ৬০০ মেট্রিট টনের বিপরীতে গতকাল রোববার পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ১০৮ মেট্রিট টন ইলিশ। উল্লেখিত পরিমাণ ইলিশ রপ্তানি করে ১১ লাখ ২২ হাজার ৮০০ মার্কিন বৈদেশিক মুদ্রা আয় হয়েছে যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি