পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধী

পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকায় কৃষক হত্যার প্রতিবাদে অংশ নিতে যাচ্ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভদ্র গান্ধীসহ আরও অন্যান্য নেতারা। সেখানে যাওয়ার আগেই প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ।সোমবার (৪ অক্টোবর) দেশটির এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।সীতাপুরের কাছে প্রিয়াঙ্কার কনভয় আটকে দেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কাকে গাড়ি থেকে বের করে এনে প্রিজনভ্যানে তুলেছে উত্তরপ্রদেশ পুলিশ। সে সময় উত্তেজিত প্রিয়াঙ্কা অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চায় পুলিশের কাছে।  প্রিয়াঙ্কা বলছিলেন, লখিমপুর খেরির দুর্গত মানুষজনের পাশে তিনি দাঁড়াতে চেয়েছিলেন এটাই কী তার অপরাধ? প্রিয়াঙ্কাকে আটক করার সময় মৃদু ধস্তাধস্তির ঘটনাও ঘটছে। প্রিয়াঙ্কার সহযাত্রী কংগ্রেস নেতারা রাস্তায় বসে পড়েছেন ধর্ণায়।  ইউপি কংগ্রেস টুইট করে এ ঘটনার কথা জানিয়েছে, রোববার (৪ অক্টোবর) রাতে লক্ষ্ণৌ থেকে লখিমপুর খিরির উদ্দেশে রওয়ানা হন প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা।  কংগ্রেসের দাবি, তারপরেই হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।  অপরদিকে উত্তরপ্রদেশ পুলিশের দাবি, প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্ণৌ থেকে আটক করা হয়েছে ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি