বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানকে দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি। বিরতি ভেঙে শিগগিরই ফিরতে যাচ্ছেন এ অভিনেতা।সেই লক্ষ্যে কাজ করছেন বলিউড বাদশা। ‘পাঠান’ সিনেমার কাজ হাতে রেখেই তামিল নির্মাতা অ্যাটলি কুমারের অ্যাকশন সিনেমার কাজ শুরু করেছেন এ অভিনেতা। গত ৪ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয় মহারাষ্ট্র রাজ্যের পুণে এলাকায়। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষে এবার শুরু হয়েছে দ্বিতীয় লটের কাজ শুরু করলেন নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে শুটিং করেছেন শাহরুখ খান। নাম ঠিক না হওয়া এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। তিনিও শুটিংয়ে অংশ নিচ্ছেন। টানা দশ দিন হাসপাতালটিতে শুটিং চলবে। জানা গেছে, সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন শাহরুখ খান। এখানে দ্বৈত চরিত্রে রূপদান করতে দেখা যাবে কিং খানকে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী আরেক নায়িকা প্রিয়মণি। ২০১৮ সালের পর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখকে। তিন বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার কাজও করছেন শাহরুখ। চলতি মাসের মাঝামাঝিতে স্পেনে সিনেমাটির শুটিং শুরু হবে। এর ফাঁকে হাতে থাকা সময় নষ্ট না করে অ্যাটলি কুমারের সিনেমাটির শুটিং শুরু করছেন বলিউড বাদশা। স্পেনের মাদ্রিদ শহরে সিনেমাটি শুটিং হবে।এদিকে শোনা যাচ্ছে, শিগগিরই নির্মাতা রাজকুমার হিরানির পরবর্তী সিনেমায় দেখা যাবে শাহরুখকে। এর বাইরে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় বিশেষ চরিত্রে হাজির হবেন এই সুপারস্টার।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।