নিজস্ব প্রতিবেদক : বর্তমানে ৪ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ২৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। তবে হাতে এখন ১ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৫২৫টি টিকা অবশিষ্ট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা জার্মানি থেকে শনিবার (২ অক্টোবর) দেশে এসেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মার সব মিলিয়ে টিকা হাতে এসেছে ৫ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ৭৮০টি। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জনকে। বাকি ১ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৫২৫টি টিকা হাতে রয়েছে। তবে টিকার কোনো সমস্য হবে না। কারণ আমাদের সরকার প্রধান বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।