নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি : শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহমুদল হাসান সয়াইম (১৪) ও রাউফুন (৯) নামে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।  শনিবার (০২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখানা এলাকার রফিক মিয়ার মেয়ে।স্থানীয়রা জানায়, সুয়াইম ও রাউফুন কদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে কাউকে কিছু না জানিয়ে ওরা বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। এক পর্যায়ে তারা দুইজনেই নদীর মাঝখানে চলে যায়। দুইজনকে খোঁজে না পেয়ে অবশেষে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘণ্টাখানেক নদীতে নেমে খোঁজাখুঁজির পর নদীর মাঝ খান থেকে ওই দুইজনের মৃত অবস্থায় পাওয়া যায়।  এ বিষয়ে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ  জানান, ঘটনা জেনেছি। পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি