মুহিবুল্লাহ হত্যার বিচার দাবি মিলারের

মুহিবুল্লাহ হত্যার বিচার দাবি মিলারের
ঢাকা : আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।আর্ল মিলার বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় একজন সাহসী চ্যাম্পিয়ন মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে আমি শোকাহত ও বিচলিত। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।উল্লেখ্য, বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।রোহিঙ্গা ইস্যুতে আলোচিত একটি নাম মোহাম্মদ মুহিবুল্লাহ। রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন এদের সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি ও তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না