এবার ফেলুদা হচ্ছেন পরমব্রত

এবার ফেলুদা হচ্ছেন পরমব্রত
বিনোদন ডেস্ক : এবার নতুন ফেলুদা সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অরিন্দম শীল। জি-ফাইভের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আর তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে।  যদিও নির্মাতা অরিন্দম নিজের নতুন কাজ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তবে জানা গেছে, এ সিরিজের অন্যতম প্রযোজক হিসেবে থাকবেন অশোক ধানুকা। ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্বও নাকি রয়েছে তার কাছে।এর আগে আড্ডাটাইমসের ব্যানারে নির্মিতি ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেন জুটিকে। এতে অভিনয়ের পাশাপাশি সিরিজটির পরিচালকও ছিলেন পরমব্রত। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ থাকায় নতুন এ সিরিজের নির্মাণের দ্বায়িত্ব নেননি তিনি।  অরিন্দমের নতুন সিরিজের প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার বিধি-নিষেধের পর ‘মহানন্দা’, ‘খেলা যখন’ সিনেমার শুটিং শেষ করেছেন এই নির্মাতা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তার নতুন সিনেমা ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি