ফের বাড়ছে পদ্মার পানি

ফের বাড়ছে পদ্মার পানি
নিজস্ব প্রতিনিধি  : দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে প্রায় এক সপ্তাহ আগে।তবে, পদ্মার পানি ফের বাড়তে শুরু করেছে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র এক পূর্বাভাসে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা বুধবার (২২ সেপ্টেম্রব) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এদিকে সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা বুধবার পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। চলতি বছর এক পদ্মার কারণেই দেশের মধ্যাঞ্চলে দীর্ঘমেয়াদি বন্যার দেখা দেয়। এমনকি পুরো এক মাসজুড়ে এই নদীর পানি বিপৎসীমার ওপরে ছিল। তবে, পদ্মার পানি ফের বাড়লেও আপাতত বিপৎসীমার ওপরে ওঠার কোন শঙ্কা নেই।  বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া  জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে মঙ্গলবার পানির সমতল বেড়েছে ৩৯টিতে। কমেছে ৬৮টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে দুটি স্টেশনের পানির সমতল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন