নিজস্ব প্রতিনিধি : এক মিনিট ২০ সেকেন্ডের একটি টিকটক ভিডিও। তাতে দেখা যায়, ফাঁকা শ্রেণিকক্ষে হিন্দি গানের সঙ্গে নাচছে পাঁচ ছাত্রী।তাদের পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা।স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ধারণ করা সেই ভিডিও পোস্ট করতেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।জানা গেছে, নাচের ভিডিওটি ধারণ করেছে কুমিল্লার টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্রী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, আমাদের স্কুলের পাঁচ ছাত্রী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমি খুব বিব্রত। তবে আমরা তাদের বহিষ্কার করিনি। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি।এদিকে ভিডিওটিতে অনেকে মন্তব্য করেছেন, কুমিল্লার আদর্শ স্কুল হিসেবে পরিচিত ইবনে তাইমিয়া। সেখানে এ ধরনের ভিডিও বানানো শিক্ষার্থীদের ভুল বার্তা দেবে। আবার অনেকে জানিয়েছেন, টিকটক ভিডিও করা ওই পাঁচ ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ, যা সত্য নয় বলে জানিয়েছেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।