গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান (২১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের পুরাতন মুকসুদপুর নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই পুলিশ সদস্য নিহত হন।আসাদুর রহমান রাজবাড়ী জেলার আলাদীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, আসাদুর রহমান মোটরসাইকেলে করে বাড়ি থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথে একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।