বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।তারেক ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের আহসান হাবিব মিস্ত্রির বড় ছেলে।নিহতের প্রতিবেশি সেলিম বলেন, ফকিরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান শিরিনা আক্তারের ভবনের কাজ করছিলেন তারেক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকরে মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।