আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।বুধবার (৮ সেটেম্বর) সকালে এ হতাহতের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির সরকারি এক মুখপাত্র। ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি বলেন, তানজেরাং কারাগারের সি-ব্লকে মঙ্গলবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই আগুন লাগে।কী কারণে কারাগারে আগুন লেগেছে, তা নির্ণয়ে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কারাগারের যে অংশে আগুন লেগেছে, সেখানে মাদক মামলার আসামিদের রাখা হয়েছিল। এর ধারণ ক্ষমতা ১২২ জন। তবে আগুনের সময় সেখানে কতজন ছিলেন, তা জানা যায়নি। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি লোককে আটক রাখা হয়।কমপাস টিভির একটি ভিডিওতে দেখা যায়, কারাগারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন। আর গুরুতর আহত হয়েছেন ৮ জন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।