স্তন ক্যান্সারে মারা গেলেন গায়িকা সারাহ হারডিং

স্তন ক্যান্সারে মারা গেলেন গায়িকা সারাহ হারডিং
বিনোদন ডেস্ক : ব্রিটিশ গায়িকা সারাহ হারডিং মাত্র ৩৯ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন তিনি স্তন ক্যান্সারের আক্রান্ত ছিলেন।ব্রিটিশ পপ গ্রুপ ‘গার্লস অ্যালাউড’র সদস্য ছিলেন সারাহ। এই গায়িকার মা টুইট করে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।সারাহ’র মা টুইটারে লেখেন, ‘হৃদয়বিদারক একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার মেয়ে সারাহ মারা গেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, সে ক্যান্সারের সঙ্গে লড়ছিল। সে মৃত্যুর শেষদিন পর্যন্ত শক্ত থেকে লড়াই করে গেছে। সকালে হেরে গিয়ে সে শান্তিপূর্ণভাবে চলে গিয়েছে।  আগস্টে সারাহ হারডিং নিজেই জানান, তিনি স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন এবং ক্যান্সার তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। চলতি বছরের ক্রিসমাস ডে পর্যন্ত তিনি হয়তো আর বাঁচবেন না বলেও চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছেন। তাই সারাহ তার অসুস্থতার কথা সবাইকে জানিয়েছেন এবং লুকিয়ে না রেখে দেরি হওয়ার আগেই অন্যদের ক্যান্সারের চিকিৎসা করানোর বার্তা দেন।২০০২ সালে আইটিভির সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘পপস্টার: দ্য রিভেলস’-এর মাধ্যমে পরিচিতি পান হারডিং । এরপর তিনি ‘গার্লস অ্যালাউড’-এ যুক্ত হন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি