সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ: শাকিব খান

সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ: শাকিব খান
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল সালমান শাহ’র। অল্প সময়েই অগণিত ভক্তের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি।সোমবার (০৬ সেপ্টেম্বর) সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে তাকে স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সালমান শাহকে ভাটির আগে উজানের ঢেউ-এর সঙ্গে তুলনা করেছেন এই তারকা।ফেসবুকে তিনি লেখেন, ‘একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ’শাকিব খান আরও লেখেন, ‘৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন। ’সালমান শাহ থেকে অনুপ্রেরণা পেতেন শাকিব খান। সে প্রসঙ্গে তিনি লেখেন, ‘শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল। ’‘তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তার মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরেই আসে তার জন্মদিন; তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু পেলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য। ’সবশেষে শাকিব খান প্রিয় নায়ক সালমান শাহ’র ২৫তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন