আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা দখলের লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। দুই পক্ষের অসংখ্য সদস্য হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।এ অবস্থায় উপত্যকার নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমাদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন তালেবান তা নাকচ করে দিয়েছে।তালেবান সোজা বলে দিয়েছে, এখন আর আলোচনার সুযোগ নেই। উপত্যকায় যুদ্ধ শুরুর আগে শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিল তালেবান। কিন্তু আহমাদ মাসুদ তাতে সাড়া দেননি। তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, আহমাদ মাসুদ আমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এখন আর আলোচনায় বসার কোনো সুযোগ নেই।রোববার আহমাদ মাসুদ বলেন, তালেবান হামলা বন্ধ করলে আমরাও যুদ্ধ বন্ধ করতে রাজি আছি। আমরা আলোচনায় বসতে প্রস্তুত। তালেবান বলে আসছিল আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন মাসুদ, সামরিক শক্তি প্রয়োগ করে ওই উপত্যকা দখল করা হবে।গত পাঁচদিন ধরে পানশির দখলের লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানে। রোববার বিকেলে তারা দাবি করে, উপত্যকার প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।