নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপারমার্কেটে এক ব্যক্তির ছুরিকাঘাতে ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হামলার ঘটনা ঘটে।পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।আলজাজিরা জানিয়েছে, হামলার ঘটনাকে আইএসের মতো ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ঘটনার নিন্দা জানিয়ে জেসিন্ডা বলেন, পুলিশের গুলিতে এক মিনিটের মধ্যে হামলাকারী ওই ব্যক্তি নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন। তিনি জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। ২০১১ সালে ওই ব্যক্তি নিউজিল্যান্ডে আসেন। পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করেন। পরে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।