নীলফামারী: শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের তহশিলপাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মুরসেদা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুরসেদা ওই উপজেলার সাকোয়ার জোরপাকুরী এলাকার আবুল হোসেনের স্ত্রী।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর: প্রেমিকা কথা বলা বন্ধ করে দেওয়ায় গাংনী উপজেলার পৌর এলাকার ভিটাপাড়ায় গলায় ফাঁস দিয়ে লিখন (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর: মেহেরপুরে বেলা ১১ টার জুগিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেক হোসেন (৪৫) নামে ডিশ লাইনের এক মিস্ত্রী নিহত হয়েছেন।তিনি উপজেলার হাসনাবাদ কলোনি গ্রামের ভোলা শেখের ছেলে।সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের মাঝিড়া এলাকায় ট্রাক চাপায় রাজকুমার দেবনাথ রিপন (৩৬) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে একটি অটোরাইস মিলে কর্মরত অবস্থায় রাজু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রাজু সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর গ্রামের রাসেল আলীর ছেলে।সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পুরান আইরমারী গ্রামে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে উকিল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর আবিদুর রহমান (১৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আবিদুর নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুরের পাতা মিয়ার ছেলে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
বেনাপোল (যশোর): শার্শার কাজিরবেড় গ্রামে আগুনে পুড়িয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিথি বেগম নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।মনিরুল মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের বাসিন্দা।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ধারণা করা হচ্ছে বিথি বেগমের সাথে নিহত মনিরুল ইসলামের পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
সাভার (ঢাকা): সাভারে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় কামরুল হাসান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার যুবকের দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ব্রিজঘাট তাঁতীপাড়া এলাকায় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইয়াসমিন আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপী বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পূর্বপাড়ায় বানের পানিতে ডুবে সোহাগ আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।সোহাগ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশিলদারপাড়ার একটি পুকুর থেকে আরমান হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।আরমান মিস্ত্রিপাড়া মন্দির রোড়ের মৃত. ময়নুদ্দিনের ছেলে। তিনি মানসিক ও মৃগী রোগী ছিলেন।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় গ্রামে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত আবদুল্লাহ ওই গ্রামের মাসুদুর রহমানের ছেলে। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ডোয়ার আলী সিকদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে খুরশিদা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।গৃহবধূ খুরশিদা বেগম একই এলাকার জাফর আহমদের স্ত্রী।লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলে মনে হচ্ছে। স্বামী ভয়ে পালিয়ে গেলেও তার সাথে মোবাইলে কথা বলেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।