আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলার অধিকার তালেবানদের রয়েছে, বিবিসিকে এমন কথাই বলেছেন তালেবানের মুখপাত্র সোহেল শাহিন।যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির শর্ত তুলে ধরে এক জুম সাক্ষাৎকারে বিবিসি উর্দুকে তিনি বলেন, কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর কোনো নীতি তাদের নেই।সোহেল শাহীন বলেন, মুসলিম হিসেবে কাশ্মীর, ভারত এবং অন্য যে কোনো দেশে বসবাসকারী মুসলমানদের পক্ষে কথা বলা তাদের অধিকার।তার মতে, আমরা আওয়াজ তুলে বলব যে মুসলমানরা আপনাদেরেই লোক, আপনাদের নাগরিক। আইনের অধীনে তারা সমান অধিকারের দাবিদার।আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর বিশ্বের চোখ এখন ভারতের দিকে। সমালোচকরা বলছেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিজেপি এবং তার সহযোগীরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।তিনটি প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিতর্কিত আইনকেও মুসলমানদের লক্ষ্য হিসাবে দেখা হয়েছে।ভারত যেভাবে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে, তাতে সেখানকার নাগরিকরা ক্ষুব্ধ।জম্মু ও কাশ্মীর কয়েক দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের উৎস। বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, তালেবানের উত্থানের কারণে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে ভারতবিরোধী কোনো কোনা গোষ্ঠী।