মুখোশধারী ডাকাতদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৫ 

মুখোশধারী ডাকাতদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৫ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গভীর রাতে মুখোশধারী ডাকাতদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার (৩১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে আড়াইহাজারের গোপালদী বাজারে এ ঘটনা ঘটে।  এ সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন (৩৫)। এছাড়া ডাকাতের দায়ের কোপে আহত হয়েছেন- দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস (১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)।  পুলিশের আহত এএসআই সোহরাব হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে। আর আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে গোপালদী বাজারের প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। তবে তিনটি স্বর্ণের দোকানে বসে কাজ করছিলেন কর্মচারীরা। ঘটনার সময় স্পিডবোট ও ট্রলার নিয়ে এসে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত সদস্য একসঙ্গে তিনটি দোকানে হানা দেয়। এ সময় খবর পেয়ে গোপালদী বাজারের দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করেন ডাকাত সদস্যরা। তখন পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ৫-৭ মিনিট ধরে চলে ডাকাত ও পুলিশের গোলাগুলি।  খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আরও পুলিশ ঘটনাস্থলে যায়। তখন ডাকাতদল বাজারের বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।গোপালদী বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মতো পুলিশ না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি। ’তিনি আরও বলেন, ‘ডাকাতের সঙ্গে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন