রাজধানীজুড়ে গ্রেফতার ৮৯

রাজধানীজুড়ে গ্রেফতার ৮৯
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৩১৫ পিস ইয়াবা, ৪৯২ গ্রাম ৬০৮ পুরিয়া হেরোইন, ১ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ১৯টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৯ জনকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ৬১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি